SSD মানে কী?

1 Answers   3 K

Answered 3 years ago

SSD এর পূর্ণরূপ হলো , Solid State Drive. একটি SSD ঠিক Hard Disk Drive (HDD) এর মতোই আমাদের কম্পিউটারে যেকোনো data বা file গুলোকে store করে রাখার কাজ করে। তবে, এটা স্পষ্ট যে একটি হার্ড ডিস্ক ড্রাইভ এর তুলনায় এসএসডি গুলো অনেক দ্রুত ভাবে কাজ করার ক্ষমতা রাখে।

আপনি যদি আপনার পিসিতে একটা SSD কিনে সেটাকে C Drive হিসাবে ইউজ করে সেখানে উইন্ডোস সেটাপ সহ ইউজ করতে পারেন। তবে আপনার পিসির স্পিড বেড়ে যাবে নিশ্চিত। এছাড়া ফাইল ট্রান্সফার, ভিডিও রেন্ডারিং এ ভালো স্পিড সহ অনেক সুবিধা পাবেন।


Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions