Sandy শব্দ থেকে দুটি বর্ণকে আলাদা করে মূল্যায়ন করো?

1 Answers   14.1 K

Answered 3 years ago

ভাই, আপনার প্রশ্নের মোদ্দা কথা হল sandy শব্দটিকে দু-ভাগে ভাঙতে হবে। ইংরেজি sand একটি বিশেষ্য পদ যার মানে হল বালি বা বালু। যখন sand বিশেষণ রূপে ব্যবহৃত হবে তখন হবে sand + y বা sandy যার মানে হল বালুময়। এইরকম আরও words আছে ইংরেজি ভাষায়। কতকগুলি উদাহরণ দিচ্ছি। dust -dusty, bulk - bulky, rock - rocky etc. ধন্যবাদ।


Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions