Root করা ফোনে কি কি সুবিধা আছে? রুট ফোনে কি কাস্টটম Ip, macadress,IME, Android ভার্সন ইচ্চামতো চেন্জ করা জাবে?

1 Answers   12.9 K

Answered 3 years ago

সুবিধা- পুরো ফোনটা নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন।

  • হ্যাঁ. Mac address, IMEI চেঞ্জ করতে পারবেন।
  • Android ভার্সনটা নির্ভর করে রমের উপর। আপনি কোন কাস্টম রম ব্যবহার করছেন. এর মধ্যে কি কি সুবিধা/ফিচার আছে।
  • প্রসেসরকে ওভারক্লক করে পারফরম্যান্স বাড়াতে পারবেন।
  • ব্যাটারি ড্রেইন কমিয়ে, ব্যাকআপ বাড়ানো সম্ভব।
  • এ্যাপস -এর ডাটা ব্যাকআপ/রিস্টোর করতে পারবেন। অ্যাড ব্লক করতে পারবেন।

অসুবিধা— কাস্টমাইজ করতে করতে ফোনটা কে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারেন!

  • যেহেতু রুট করে পুরো সিকিউরিটি ভেঙ্গে ফেলছেন. তো এর পুরো দায়িত্ব এখন আপনার হাতে। প্রথম ধাক্কায় এর ওয়ারেন্টি বাতিল হবে!
  • ওভারক্লকিং এর ফলে সিপিইউ এবং পাশাপাশি অন্যান্য কম্পোনেন্ট এর ক্ষতি হতে পারে!
  • আপনার অজান্তে মেলওয়্যার/ভাইরাস এটাক করতে পারে। ডাটা চুরির সম্ভাবনা আছে!
  • বেশিরভাগ রমেই প্রচুর পরিমাণে বাগ থাকে. যার কারণে অনেক সার্ভিস ঠিকঠাক মতো ব্যবহার করা যায় না।
  • মোবাইল ব্রিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি! মানে উল্টাপাল্টা কাস্টোমইজেশনের জন্য আপনার সাধের ফোনটা নষ্ট হয়ে যেতে পারে!
Skandar Mia
skandermia
336 Points

Popular Questions