'Older brother' এবং 'elder brother'-এর মধ্যে পার্থক্য কী?

1 Answers   2.3 K

Answered 3 years ago

Older ও Elder এর মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে । যদিও দুটির অর্থ এক। পরিবারের মধ্যে বড় বুঝালে Elder ব্যাবহৃত হয় আর পরিবারের সদস্য নয় কিন্তু আপনার আগে জন্মেছেন এরূপ বুঝালে Older ব্যবহৃত হয় ।

অর্থাৎ,

Older মানে হলো যিনি প্রবীণ,বয়স্ক বা প্রাচিন ইত্যাদি।আর Elder মানে হলো অগ্রজ অর্থাৎ যিনি আগে হয়েছেন।তুলনামূলক ভাবে কাওকে বড় বুঝাতে Older শব্দটি ব্যবহার করবেন।আর কাওকে শুধু বড় বুঝাতে Elder শব্দটি ব্যবহার করবেন।

ধন্যবাদ।


Kazi Atik
kaziatik
168 Points

Popular Questions