'Mister' এবং 'Sir'-এর মাঝে পার্থক্য কী?

1 Answers   9.9 K

Answered 3 years ago

ভাই, আপনার প্রশ্ন হল Mister এবং Sir এর মধ্যে পার্থক্য কী। Mister কথাটি এইভাবে লেখা হয় Mr । Sir কথাটি ব্যবহৃত হয় কাউকে সম্মান প্রদর্শন করার জন্য। নিজের অধস্তন, অথবা সমপর্যায়ের বা ছাত্র বা সন্তান সমতুল্য কাউকে সম্মোধন করার জন্য Sir ব্যবহার করা হয় না। পক্ষান্তরে, কোন পুরুষ ব্যক্তিকে সম্মোধন অথবা উল্লেখ করতে Mister ব্যবহার করা হয়। তবে Mr এর পরে তার পদবীটি ব্যবহার করতে হবে। যেমন, Mr Mondal, Mr Rahaman, Mr Hasan ইত্যাদি। ধন্যবাদ।

Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions