'lol' বলতে কী বোঝায়?

1 Answers   5.1 K

Answered 3 years ago

LOL এর full form বা পূর্ণরূপ হচ্ছে “Laugh out loud”

যার বাংলা অর্থ করলে দাড়ায় "উচ্চস্বরে হাসা বা জোরেজোরে হাসা"।

এটি প্রকৃতপক্ষে একটি ইংরেজি slang কিংবা বলতে পারেন অপশব্দ এবং informal ইংরেজিতে বহুলভাবে ব্যবহৃত হয়।

বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় বা chat/text করার সময় informal বা অনানুষ্ঠানিক ভাবে ব্যবহার করে থাকি

উদাহরনস্বরুপ :

The jokes Rahim said were very funny, LOL (রহিমের বলা জোকস গুলো অনেক মজার ছিল, হাঃ হাঃ হাঃ)

Lol, last night I dreamt of becoming millionaire.(হাঃ হাঃ হাঃ,গতকাল রাতে আমি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছি)


Bread Rana
breadrana05
298 Points

Popular Questions