Answered 3 years ago
LED এর পূর্ণরূপ আলোক নির্গত ডায়োড। বাংলা শব্দ এলইডি এর পূর্ণরূপ লাইট এমিটিং ডায়োড। LED দীর্ঘ গতির ফলে এটি আলো থেকে শুরু করে টিভি, ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইলের স্ক্রিনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি একটি বৈদ্যুতিক উপাদান যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
riponmollah publisher