প্রায় ৪০ বছর আগের কথা। আমি ছিলাম ৫ বছরের একটি শিশু। আমার বাবার একজন কাজিন তখন কলেজে পড়তেন। তার কাছে আমি অনেক মোটা একটা বই দেখতে পেলাম। এত বড় বই আমি আগে কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম - কাকা, এটা কি বই? কাকা জানালেন - ওটা একটি ডিকশনারী। আমি জিজ্ঞাসা করলাম - এত বড় বইটা পড়ে শেষ করতে তোমার কতদিন লাগবে?
লক্ষ্য করুন - ডিকশনারী এমন একটি বই, যেটা মানুষ পড়ে শেষ করে না। যখন শব্দর অর্থ জানা দরকার, সেটা ডিকশনারী থেকে খুজে বের করে। ডিকশনারী, পড়ে শেষ করার মতন কোন বই নয়।
ঠিক তেমনই, IELTS শিখে শেষ করার মতন কোন কোর্স নয়। IELTS একটি পরীক্ষা পদ্ধতি মাত্র।
"পরীক্ষা পদ্ধতি" কথাটি বুঝেছেন তো?
আপনারা সবাই MCQ (Multiple Choice question) চিনেন। একটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর দেওয়া থাকে। সেগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হয়।
MCQ শিখতে কতদিন লাগে?
এই প্রশ্নের কি উত্তর দিবেন? MCQ একটি পদ্ধতি মাত্র। এটা পড়ে বা শিখে শেষ করা যায় না। এই পদ্ধতির ব্যবহার শিখুন।
IELTS (International English Language Testing System) নামের মধ্যেই এর বর্ননা রয়েছে। এটা হলো আন্ত:জতিক ইংরেজি পরীক্ষা পদ্ধতি।
আপনারা নিশ্চয়ই test ও exam এর পার্থক্য বোঝেন। ডাক্তার স্বাস্থ্য পরীক্ষা করে ; ওটা test। এর জন্য কোন কিছু পড়ে বা শিখে রাখা লাগে না। আপনার স্বাস্থ্য ভালো থাকলে, আপনি এমনিতেই ডাক্তারের test এ ভালো করবেন। IELTS ঠিক তেমন ডাক্তারের test এর মতন, একটি ইংরেজি test। আপনি ইংরেজিতে ভালো হলে, এমনিতেই ভালো করবেন।
বাংলাদেশের ছাত্রদের iELTS নিয়ে সমস্যার প্রধান কারন - তারা এটাকে Exam মনে করে, বই পড়ে শেষ করতে চায়। আসলে এটা হলো ডাক্তারের স্বাস্থ্য পরীক্ষার মতন, ইংরেজি দক্ষতার Test (যাচাই বাছাই) ।
আপনার ইংরেজি দক্ষতা যাচাই বাছাই এর জন্য বিশেষ পরীক্ষা পদ্ধতি এই IELTS । এই পরীক্ষাটা তার জন্য, যে ইংরেজি জানে। আবারও পড়ুন - এটা ইংরেজি জানা মানুষের জন্য।
আপনার কাজ হলো দুটি - প্রথমে ইংরেজিতে দক্ষ হোন। তারপর, IELTS এর বিশেষ পরীক্ষা পদ্ধতিটা শিখুন।
ইংরেজীতে দক্ষ হওয়াটাই আসল কাজ। IELTS এর পরীক্ষা পদ্ধতি শিখতে বড়জোর তিন মাস লাগবে।
tonmoyshek publisher