HSC 2025-এ। আমি একজন ডক্টর হতে চাই। এখন থেকে আমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত মেডিকেলে চান্স পেতে হলে?
0
0
1 Answers
4.3 K
0
Answered
2 years ago
সবার আগে ডিসিপ্লিনটা টিক রাখা জরুরি। সর্বপ্রথম মনে রাখতে হবে যে,, একটানা পড়াশুনা করা যাবে না। ৪৫ মিনিট পর পর পরার মাঝে ব্রেক দিতে হবে। অনেক টানা ১৫-১৬ ঘন্টা পরে কিন্ত,,, টানা ১৬ ঘন্টা পরে আপনি যতটুকু পরা মনে রাখতে পারবেন,, পরার মাঝে ১০ মিনিটকরে ব্রেক দিয়ে মাত্র আট ঘন্টা পরলেও আপনি ততটুকুই মনে রাখতে পারবেন। কারণ ব্রেনকেও রেস্ট দিতে হয়। তাই ব্রেক দিয়ে পরা উত্তম।
আবার অনেকে রাত জেগে পরাশুনাকরে। তাবে মনে রাখতে হবে যে,, রাত জেগে পড়লে আপনার মুখস্থ ক্ষমতা কমতে থাকবে। তাই রাতে পরার চেয়ে সকালে পড়া উত্তম। কারণ ব্রেনের রেস্ট দেওয়া জরুরি। আপনি যদি ঘুমানোর, খাওয়ার এবং পড়াশুনার ডিসিপ্লিন ঠিক করতে পারেন তাহলে, আপনি পরাশুনাতে ভালো করতে পারবেন। আর,, এই সময়টুকুতে ২ মিনিটও অপচয় করা যাবে না।
আরও জানতে ডঃ নাবিল - এর ভিডিও দেখতে পারেন ইউটিউবে
Deloar Mahmud publisher