HSC-তে একজন বিজ্ঞান বিভাগের ছাত্রদের কিভাবে পড়ালেখা করা উচিত?

1 Answers   6.3 K

Answered 3 years ago

আমার জিপিএ তিন দশমিক ছয় (পাঁচে), এত জঘন্য জিপিএ নিয়েও সাহস করছি বলতে কারণ আমি যে ভুল করেছি চাইনা সে ভুল কেউ করুক। একটাই উপদেশ, গুগলের বিশাল শক্তিকে কাজে লাগান। আমাদের সময় ছিলনা এই সুযোগ, এখন ইউটিউবের খান একাডেমি বা এরকম চ্যানেলে বিজ্ঞানের পুরো সিলেবাস সহজে বুঝিয়ে দেয়া আছে।একজন ছাত্র চাইলে নিজে নিজেই তা দখল করতে পারে। খুব ভালভাবে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং বায়োলজি শিখতে পারে বিশ্বের সেরা শিক্ষকদের কাছ থেকে- ফ্রি তে। এমন সুযোগ মানবজাতির ইতিহাসে আর আসেনি। সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়- এমন সুযোগ আর আসবেনা নিজেকে গড়ার। তোমার সামনে পুরো পৃথিবী, যেটাই চাও হতে পারবে যদি চেষ্টা করো। বেশি না, নিয়মিত প্রতিদিন চার ঘন্টা যথেষ্ট!


Abdul Adi
abduladi
287 Points

Popular Questions