Answered 3 years ago
HF সমযোজী যৌগ হলেও পোলার।ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল(৪.০) এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান(২.১)।ফলে H----F বন্ধনের ইলেকট্রন জোড়া F কর্তৃক অধিক আকৃষ্ট হয়ে F আংশিক ঋণাত্মক এবং H আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। আবার, পানি ও একটি পোলার যৌগ।ফলে HF পানিতে দ্রবীভুত হয়ে ধনাত্মক হাইড্রোজেন ও ঋণাত্মক ফ্লোরাইড আয়ন উৎপন্ন করে। আর এ জন্যই HF জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে।
mahirkhan publisher