He+-এর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হয় কেন?

1 Answers   6 K

Answered 3 years ago

বোরের তত্ত্ব শুধু মাত্র ঐ সব মৌল বা আয়নের জন্যই প্রযোজ্য হবে যাদের মাত্র একটি ইলেক্ট্রন আছে। যেমনঃ হাইড্রোজেন (H), হিলিয়াম (He+) আয়ন অথবা লিথিয়াম( Li^2+) আয়ন ইত্যাদি। অর্থাৎ যেহেতু হিলিয়াম (H+) আয়নে একটি মাত্র ইলেক্ট্রন থাকে তাই এর জন্য বোরের তত্ত্ব প্রযোজ্য হয়।


Munni Sha
munni.sha
127 Points

Popular Questions