Everybody এবং Everyone-এর মধ্যে পার্থক্য কী?

1 Answers   2.3 K

Answered 3 years ago

আল – আমিন আমাকে দূর থেকে দেখেই ডাকদিল সাগর , সাগর ওর সাগৌরা।

আমিও পিছোন ফিরে তাকিয়ে দেখি আল – আমিন। ওর ডাক শুনে দাঁড়িয়ে রইলাম।

আল -আমিনঃ ওই তোরে যে এতো ডাকতাছি কানে শুনোছ না? বয়ড়া হইছোছ!

আমিঃ কি আর করমো আগের দিন স্যার ” House and Home এর ভিতরে পার্থক্য কি?” এইটা উদাহরণ দিতে গিয়ে যেই কাহিনী শুনাইতো তাতো ভুলতে পারতাছিনা, আমি হাটতাছিলাম আর ওই চিন্তাই করতাছিলাম।

আল -আমিনঃ ও মজা লস। সমস্যা নাই দিন আমারো আসবো। ওকে বাদ দে অন্য একটা কথা আছে।

আমিঃ বক!

আল -আমিনঃ দোস্ত মানে ওস্তাদ ” Everybody and Everyone এর মধ্যে পার্থক্য কি?”

আমিঃ কোনটা কবি আগে ঠিক কর, পরে উত্তর দিতাছি।

আল – আমিনঃ জি এখন ওস্তাদ যেহেতু প্রশ্নের উত্তর দিবেন।

আমিঃ ওকে শুন তাহলে।

Everybody এবং Everyone মানে হল – সবাই বা প্রত্যেকে

এখানে অর্থের কোন পার্থক্য নেই।

তাহলে প্রশ্ন হল পার্থক্যটা কোথায়? আমি এক এক করে বলছি।

১। দেখ শব্দটা খেয়াল করে Everyone মানে হল কোন একটা গ্রুপ যাকে তুই চিনিস জানিস।

আল – আমিনঃ একটু সহজ করে বল।

আমিঃ ওকে, উদাহরণ দিতাছিঃ

ধর তোর বাসাতে একটা অনুষ্ঠান করলি এবং সেখানে তুই আমাদের ক্লাসের সবাইকে দাওয়াত দিলি যাদের সাথে তোর খুব খাতিল আছে।

সবাই তোর অনুষ্ঠানে আশার পর তুই জিজ্ঞাস করলি যে

Has Everyone Come?

আমরা উত্তরে বললাম।

Yes! Everyone has come.

এখানে তুই Everyone ব্যবহার করছোছ কারণ তুই সবাইকে চিনিস জানোস।

এখন Everybody বলতে আমরা বুঝি এই পৃথিবীর সবাইকে। সেটা হতে পারে তোর পরিচিত ব্যক্তি অথবা অপরিচিত ব্যক্তি। দাড়া উদাহরণ দিতেছি।

মনে কর তুই বিয়ে করতেছিছ, এখান তোর মা মানে আন্টি অনেক মানুষকে তোর বিয়েতে দাওয়াটা করলো

যাদের কাউকে তুই চিনিস আবার কাউকে তুই চিনিস না।

সুতরাং এই ক্ষেত্রে তুই Everybody ব্যবহার করতে পারিস এই রকমভাবে।

Ma! I have told you, do not invite everybody whom I don’t know.

( মা! আমি তোমাকে বলেছিলাম, সবাইকে দাওয়াত দিবা না যাদের আমি চিনি না)

আর এই কথা শুনার পর তোর মা ঠাটাইয়া তোড়ে থাপ্পোর মারলো।

তোর তখন কেমন লাগবো দোস্ত!

আল – আমিনঃ তখন কমো এই কথা তুই কইছোছ, যাতে তুইও একটা খাস। বুঝছি ব্যপারটা।

আমিঃ দাড়া এখনো শেষ হয়নাই,

আল – আমিনঃ আরো আছে?

Irin Islam
Irin Islam
564 Points

Popular Questions