Cringe মানে কী?

1 Answers   13.3 K

Answered 3 years ago

আজকাল সোশ্যাল মিডিয়াতে এই শব্দটা খুবই চলছে। আর কারোর ভিডিওকে Cringe বললেই তো ক্ষেপে যায়। এই Cringe শব্দের অর্থটা দেখে নেওয়া যাক — আপনি টিক-টক -এর ভিডিওগুলো তো দেখেই থাকবেন। সেখানে দেখা যায় যে কেউ বাজেভাবে গানের মধ্যে লিপ-সিঙ্ক করছে, আবার কেউ কাঁচা লঙ্কা ও তার গুড়ো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বা গিলছে।
Nabil Ahmed
nabilahmed
445 Points

Popular Questions