'Circuit Court'-এর সঠিক অর্থ কী?

1 Answers   6 K

Answered 3 years ago

সার্কিট কোর্ট বলতে সাধারণত একই জেলায় অথবা একই জুরিসডিকশনে অবস্থিত কোন আদালতকে বিভিন্ন জায়গায় ঘুরে বিচার করাকে বুঝায়। এ ধরনের আদালতের অস্তিত্ব common law অস্তিত্ব থাকলেও এটি কিছু জায়গায় বেশ পরিচিত যেমন ইংল্যান্ড এবং ওয়েলসে। এইখানে ছয় ধরনের সার্কিট আদালত রয়েছে। সার্কিট আদালতের বিচারকদের বিভিন্ন লোকালয়ে ঘুরে ঘুরে বিচার করতে হয়। এরা সাধারণত সিভিল এবং ক্রিমিনাল মামলা শুনে আবার কিছু ক্ষেত্রে ফেমিলি মেটার মামলাসমূহ শুনে থাকেন। কিছু ক্ষেত্রে টেকনোলজি, বিজনেস মেটার নিয়ে কাজ করে।

সার্কিট আদালতগু সার্কের আদালতের সিস্টেমটি লর্ড চ্যান্সেলর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখানের বিচারালয়ের সদস্যপদ গঠিত হয় হাইকোর্টের বিচারক, সার্কিট জজ, জেলা জজ, আইন অনুশীলনকারী, এবং অ্যাক্যাডেমিক আইনজীবিদের নিয়ে। সার্কিট আদালতের অবস্থান হাইকোর্টের নিচে এবং ডিস্ট্রিক্ট কোর্টের উপর হয়ে থাকে।

Fardin Ashik
fardinashik
422 Points

Popular Questions