Answered 3 years ago
CDN মানে (Content Delivery Network)।
উদাহরণ সরূপ মনে করুন, আপনার একটি ওয়েব সাইট হোস্ট করা আছে আইটি নাট হোস্টিং এর ইউএস সার্ভারে। এখন বাংলাদেশ থেকে কেউ যদি আপনার সাইটে ভিজিস করতে যায় তাহলে সরাসরি রিকোয়েস্ট আইটি নাট হোস্টিং এর ইউএস সার্ভারে যাবে। যেহুতু বাংলাদেশ থেকে ইউএস অনেক দূর তাই এখান থেকে রিকোয়েস্ট যেতে মাঝখানে একটু সময় ব্যায় হয়, যার ফলে সাইট লোড নিতে সময় লাগে।
আর এখানেই CDN এর কাজ। সাধারণত CDN এর নেটওয়ার্ক অনেক বড় হয়ে থাকে, ওয়াল্ডের বিভিন্ন জায়গাতে তাঁদের সার্ভার থাকে।
ডোমেইন হোস্টিং কিনতে ভিজিট করুন: আইটি নাট হোস্টিং
আপনার ওয়েব সাইটে যদি কোন CDN এড করা থাকে, তাহলে আপনার সাইটের মাল্টিপল কপি ওই CDN এর সমস্ত সার্ভারে জমা থাকবে যার ফলে, ইউজার ওয়াল্ডের যে কোন প্রান্ত থেকেই আপনার সাইটে ভিজিট করুক না কেন, সে যে জায়গা থেকে ভিজিট করার জন্য সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে CDN তাঁর লোকেশনের পাশ্ববর্তী সার্ভার থেকে আপনার সাইড লোড করাবে, এতে করে সাইট লোড হতে সময় ব্যায় হবে না।
CDN এর সুবিধা:
ওয়েব সাইট দ্রুত লোড হয়।
ডাউন টাইম কমে আসে।
ইউজার এক্সপেরিয়েন্স ভালো হয়।
ফ্রি এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা যায়।
হ্যাকারদের হাত থেকে ওয়েব সাইট সুরক্ষিত রাখা যায়।
sajidurrahaman publisher