Answered 3 years ago
ব্যবসা করার জন্যে টাকার চাইতে জরুরী লক্ষ্য স্থির। আপনি কোন কোন বিষয়ে আগ্রহী তা এখনই লিখতে থাকুন। যখন আপনার লেখা শেষ হবে তা বার বার পড়ুন দেখবেন কি ব্যবসা করবেন জেনে যাবেন।
তবে, লেখার সময় খেয়াল রাখবেন না আপনার মূলধন মাএ ৫০ হাজার। লক্ষ্য ঠিক করার পর বসে না থেকে, লক্ষ্য প্রাপ্তির জন্য নিরবে কাজ করতে ভুলবেন না। প্রতিদিন কিছু না কিছু করুন। খুব শীঘ্রই শুরু করতে পারবেন নতুন ব্যবসা। Sarwar (Chattogram)
fahima publisher