20 হাজার টাকা পুঁজিতে অনলাইনে কাপড়/জুতো/ব্যাগ বা কিসের ব্যবসা শুরু করা যায়?

1 Answers   14 K

Answered 3 years ago

আমিও সব সময় এমন প্রশ্ন গুলো খুজে বের করে নিজেই ব্যাবসা করতে চাইতাম। সমাধান খুঁজতে গেলে দেখা যেত মন মত প্রোডাক্ট খুজে পাওয়া দুষ্কর। সব কিছুতেই ডিজিটাল মার্কেটিং এর ছোঁয়া লাগাতে হতো নইলে সেল আসবে না সেই ভয়, ইনভেস্ট করা টাকা গুলোও ধুলিস্বাদ হবে। তাই সব চিন্তা বাদ দিয়ে এক হাজার টাকা খরজ করে ডিজিটাল মার্কেটিং শেখার পর মনে হয় যে কোনো কিছু অনলাইনে বিক্রি করা অনেক সহজ।


Farhan
farhanreza
271 Points

Popular Questions