Answered 3 years ago
প্রথম কথা হল, তেল ও গ্যাসের ফুরিয়ে যেতে এখনও অনেক অনেক দিন বাকি। আপনার, আমার জীবদ্দশায় তো নয় ই।
দ্বিতীয়ত, পেট্রো পণ্য শুধু তেল গ্যাস এ সীমাবদ্ধ নেই। এর বিস্তার আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে। যে প্লাস্টিক আমরা প্রায় সব কিছুতে ব্যবহার করি, যে polyviscose বা spandex বস্ত্র শিল্পে ব্যবহার হয়, যে Teflon coated বাসন আমরা ব্যবহার করে থাকি থেকে শীতকালে আমরা যে vaseline Jelly ব্যবহার করি, প্রতিটি জিনিস ই পেট্রো পণ্য জাত। আজ পর্যন্ত এমন একটি পণ্য পাওয়া যায় নি যার এত বহুবিধ ব্যবহার আছে।
আপনার প্রশ্নের উত্তরে আসি। জীবাশ্ম জ্বালানীর সবচেয়ে ভালো পরিপূরক পারমাণবিক শক্তি । একটি cheronobil বা একটি Fukushima দিয়ে একে বিচার করবেন না। নিউক্লিয়ার এনার্জি অত্যন্ত নিরাপদ এবং কোনো কার্বন footprint রাখে না। কিন্তু মুলত রাজনৈতিক কারণে এর ব্যবহার পর্যাপ্ত ভাবে হয় নি।
এর পরে আসে solar। যা আমাদের মত tropical দেশে পর্যাপ্ত পাওয়া যায়। কিন্তু solar cell দামী এবং সহজে ভাঙ্গার সম্ভাবনা থাকার জন্য এখনও জনপ্রিয় হয়ে ওঠে নি।
বাতাস এবং জল বিদ্যুৎ সস্তা কিন্তু সহজলভ্য নয়।
Geothermal এনার্জি একটি উল্লেখযোগ্য সংযোজন কিন্তু এটি ও সব জায়গায় পাওয়া যাবে না এবং এখনো গবেষণা স্তর এই আছে।
abirahmed publisher