Answered 3 years ago
গ্রামে এই টাকা নিয়ে আপনি কোনরকম চলার মত ব্যবসা করতে পারবেন।কিন্ত ৩বছরে ১০লাখ টাকা হবে এইধরনের ব্যবসা কম।তবে আপনার যদি ল্যপটপ ও ইন্টারনেট কানেকশন থাকে,তবে অনলাইনে ব্যবসা করতে পারেন,তবে সেখানেও আমি গ্যরান্টি দেব না,৩বছরে আপনার ১০লাখ হবে,অথবা এই মুল্ধনের থেকে আরেকটু বেশি লাগবে না।অনলাইনে আয়ের একটাহচ্ছে ফ্রিলান্সিং এর জন্য কোন কাজ শেখা,১বছর সময় নিয়ে কাজ শেখা।নিজের স্কিল ডেভলপিং এর জন্য,২,৩হাজার টাকা দিয়ে ভাল মানের মেন্টরের কাছ থেকে শেখা।এখানেও কিন্ত গ্যরান্টি নেই আপনি কতটা এক্সপার্ট হবেন, টাকা আয় করতে পারবেন,আবার কি শিখবেন সেটাও কেও বলে দেবে না।কারন এক ক্লাসে ৫০জন ছাত্র থাকে,টিচার কিন্ত সবাইকে একিভাবে শেখায়,কিন্ত প্রথম কিন্ত সবাই হয় না।এরপর আছে ইউটিউবে ভিডিও পাবলিশ করা,একবছর ইউটিউব চ্যনেলে ফ্যন ফলোয়ার বাড়াতে পারেন।তবে সেখান থেকে প্রতিমাসে ভাল আয় হবে।
এরজন্য ১,২হাজার টাকা দিয়ে প্রফেশনাল ইউটিউবিং একটা কোর্স করতে পারেন,যেটা ২মাস করলে প্রফেশনাল ইউটিউবিং নিয়ে যথেষ্ট ধারনা চলে আসবে।আর এসব ট্রেনাররা খুব অল্প একটু প্রাইসিং এ প্রপার গাইডলাইন দিয়ে শেখাবে।এরপর আছে এফেলিয়েট মার্কেটিং।এফেলিয়েট মার্কেটিং এর জন্য আপনাকে শুরুতে ওয়েবসাইট বানাতে হবে,সেখানে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করতে হবে,সেখানে ভিজিটর আনতে হবে।ওয়েবসাইট বানানো,আর্টিকেল লেখা,ভিজিটর আনা এরজন্য আপনি এক্সপার্টদের টাকা দিয়ে করিয়ে নিবেন।এভাবে একবছর কাজ করলে প্রথম বছরে আয় সেভাবে হবে না,কিন্ত পরের বছর সেই ওয়েবসাইটে যা খরচ করেছেন সেটা উঠে আসবে,এরসাথে বাড়তি আরো কিছু লাভ আসবে,এরপর সেটা ১০,১২লাখ টাকাতে ওয়েবসাইট বিক্রি করে দেবেন।তবে এরজন্য অন্তত এফেলিয়েট মার্কেটিং শিখে নিতে হবে,২মাস মত ভাল মেন্টরের কাছ থেকে ৪,৫হাজার টাকা দিয়ে একটা কোর্স করলে প্রপার একটা ধারনা ও গাইডলাইন চলে আসবে।এছাড়া ড্রপশিপিং,ড্রপসার্ভিসিং,প্রিন্ট অন ডিজাইন টিশার্ট,আমাজান কিন্ডল বুক এসব এর যেকোন একটা বিজনেস করতে পারেন।তবে সব একসাথে করা উচিত না।এছাড়া করার আগে ৩,৪হাজার টাকা দিয়ে একটা কোর্স করা ভাল,২,৩মাস কোর্স থেকে প্রপার একটা গাইড ও ধারনা নেয়া উচিত।
violet.robel387 publisher