Answered 3 years ago
অবশ্যই ট্যুরিজম একটি কারিগরি শিক্ষা হওয়ায় চাকুরীর বাজারে তার বেশি প্রাধান্য আছে। কিন্তু আপনি যদি ইতিহাস খুব ভালো বুঝতে, বিশ্লেষণ করতে আর মনে রাখতে পারেন তাহলে সেটা নিয়েও আপনি ভালো করতে পারবেন। অবশ্য ইতিহাস হল অঙ্কের মত বিষয়। অঙ্ক দিয়ে গাড়ি বাড়ি হয় না। কিন্তু সকল ইঞ্জনিয়ারিং কাজে অঙ্ক লাগবেই। ঠিক তেমনি ইতিহাস দিয়ে ভালো কিছু হয় না। কিন্তু সিনেমা বলেন, সাংবাদিকতা বলেন, আন্তর্জাতিক সম্পর্ক, লেখালেখি বা সাহিত্য বলেন, সব কিছুতেই ইতিহাস গুরুত্তপূর্ণ। তাই শুধু ইতিহাস পরে বড় কিছু করা যায় না। এর পর অনেক পড়াশুনা করতে হয়। সেই ইতিহাসকে কিভাবে মানুষের সামনে তুলে ধরা হবে বিষয়ে পড়াশুনা করতে হয়। অনেকটা ইতিহাস, অঙ্ক এরা লবন আর তেলের মত। প্রায় সব খাবারেই লাগে। কিন্তু একা একা একটা তেমন একটা ভালো খাবার না। ডক্টরেট পি এইচ ডি এসব করার ইচ্ছে থাকলে ইতিহাস ভালো সাবজেক্ট। তবে অল্প কিছুদুর পড়াশুনা করে পয়সা কামাবার বিদ্যা শিখতে চাইলে ট্যুরিজম ভালো। উন্নত দেশে মানুষ পয়সার ধার ধারে না। তাই তারা মানুষের জন্য প্রয়োজনীয় বিশেষ বিষয়ে জ্ঞানার্জন করে। দরিদ্র দেশের মানুষ টাকা ছাড়া চলতে পারে না, তাই কারিগরি শিক্ষাই ভালো শিক্ষা তাদের জন্য।
Kalam Biswas publisher