Answered 2 years ago
এই ঘটনাকে আমি কখনোই খারাপ বা ভালো বলে সম্মধন করতে পারবো না। কারণ এটা তার নিজস্ব ব্যাপার। সে যখন বিয়ে করেছেন তখন নিশ্চই তার সেই স্ত্রীকে ভালোবাসা ও ভরণ পোষণ করার সামর্থ আছে। আবার যে মেয়েটাকে বিয়ে করেছেন তাকে নিশ্চই জোর জবরদস্তি করে বিয়ে করেন নি। নিশ্চই মেয়ে ও তার গুরুজনের ইচ্ছানুযায়ী হয়েছে তাই এটা ভালো বা খারাপ নজরে দেখা আমার কোনো অধিকার নেই।
ধন্যবাদ
Alia Khatun publisher