৫ হাজার টাকার মধ্যে কী কী ব্যবসা করা যেতে পারে?

1 Answers   7 K

Answered 3 years ago

খুব সুন্দর একটা প্রশ্ন, প্রশ্ন টা যেহেতু পাঁচ হাজারের তাই আমি এই পরিমাণ টাকার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো।

ব্যবসা করতে টাকা লাগে না, শুধু গঠনমূলক একটা ভাল আইডিয়া থাকলে আপনি খুব ভাল একটা ব্যবসা করতে পারেন।

প্রথমে আপনাকে আমি বলবো আপনার এলাকার বিখ্যাত পণ্য টা কি তা খুঁজে বের করেন। যেমন আমাদের কক্সবাজারের শুটকি ও মিষ্টি পান, সিলেটের চা, চাপাইনবয়াবগঞ্জের আম, বগুড়ার দই এইরকম এক এক এলাকার এক এক টা পণ্য বিখ্যাত। আমি আশা করি আপনার এলাকায় এমন কিছু পণ্য আছে।

প্রথম একটা ফেসবুক পেইজ খুলে ফেলুন আর ফেসবুক পেইজটার নাম যে পণ্য নিয়ে কাজ করবেন সেই নামে খুলতে ভুলবেন না। নাম টা যদি একটু সুন্দর হয় তাহলে আরও বেশি আপনার কাস্টমারের আকর্ষণ বেশি পাবেন।

এইবার আসেন আপনি যে পণ্য গুলো নিয়ে কাজ করবেন, সেই পণ্য গুলোর কিছু ভাল ছবি তুলার পরে আপনার পেইজে আপলোড করেন এবং আপনার ফেসবুকে শেয়ার করেন। প্রথমে দিকে একটু কষ্ট হবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই সফল হবেন।

এরপরে আসেন বর্তমান বাংলাদেশে কিছু ফেসবুক গ্রুপ আছে যেগুলা নতুন উদ্যোক্তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকেন। আপনার ব্যবসা বাড়ানের জন্য আপনাকে অবশ্যই সবার সাথে ভাল নেটওয়ার্ক থাকা জরুরি। যার যত নেটওয়ার্ক বেশি তার তত বেশি সেইল। আমি কয়েকটা গ্রুপের নাম বলছি এগুলোতে এড হয়ে আপনার পণ্য সম্পর্কে পোস্ট করেন যাদের ভাল লাগবে তারা আপনাকে কমেন্ট অথবা মেসেজের মাধ্যমে জানাবে।


Shovo Kumar
shuvokumar
365 Points

Popular Questions