৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা দিয়ে আমি কী করতে পারি?

1 Answers   5.7 K

Answered 3 years ago

১) একটি অসাধারন রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে পারেন- স্কাই ডাইভিং। ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, হিমাচল প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ৫০০০০ টাকার মধ্যেই হেসে খেলে সিনেমার মতোই স্কাই ডাইভিং উপভোগ করতে পারেন।


আয় করতে চান ? তাহলে -


২) ব্যাবসাদার-দের টাকা ধার দিয়ে সুদ সমেত ফেরত নিতে পারেন। একে বলে সুদের কারবার/ ব্যাবসা।


৩) ক্যামেরা কিনে বিয়েবাড়িতে ফটোগ্রাফি/ ভিডিওগ্রাফি করে আয় করতে পারেন।


৩) কম দামে মোবাইল বা গাড়ি কিনে সেটা অন্য কাস্টমারকে বেশি দামে বিক্রি করতে পারেন।


৪) ভালো ডোমেইন এবং হোস্টিং কিনে নিজের ওয়েবসাইট তৈরি করে ব্লগ লিখে আয় করতে পারেন।


Dipty Khatun
diptykhatun
420 Points

Popular Questions