৫০হাজার টাকা কোথায় বিনিয়গ করলে সবচেয়ে বেশি এবং দ্রুত লাভবান হওয়া যাবে?
0
0
1 Answers
9.1 K
0
Answered
2 years ago
তিন বিঘা তিন ফসলি ধানী জমিন খাই খালাসী ( ধরুন, এক বছরের ভাড়া) নিয়ে আমন মৌসুমে কালো ধান (Black Rice) চাষ করুন। বিঘা প্রতি গড়ে ২৫ মন (৩৮ কেজিতে মন ধরে) ৭৫ মন মানে ২৮৫০ কেজি বা নিদেন পক্ষে ২৫০০ কেজি ধান পাবেন। চাল কুটলে ৬০% অর্থাৎ ১৫০০ কেজি চাল যার বাজার মূল্য ২০০ টাকা কেজি দরে ৩০০,০০০/ হবে। পুঁজি , উৎপাদন, প্রক্রিয়াজাত খরচ বাবত ১২৫০০০/ বাদ গেলে নগদ ১৭৫,০০০/ হাতে থাকবে। এতো গেল প্রথম চার মাস।
এবার বি আর ৫০ বাংলা মতি লাগান। ধান পাবেন ১৫০ মন। ধানের বিক্রয় মূল্য উঠবে ১৫০০ টাকা করে ২২৫,০০০/ টাকা। এখানে বিঘা প্রতি খরচ ২৫০০০/টাকা বাদ গেলে হাতে থাকবে ১৫০,০০০/টাকা।
এবার বর্ষা কালে কচু লাগান। বিঘা প্রতি ৭৫- ৮০ হাজার টাকার লতি পাবেন। বছর শেষে আরে দেড় লক্ষ টাকার মুড়ি কচু বিক্রি হবে। বীজ সার পরিচর্যা বাজারজাত বাদ দিয়ে আরো দু' লক্ষ্য পাবেন।
প্রস্তাবিত উদ্দোগটিকে পেশা ও ব্যবসা হিসেবে নিতে হবে। কথায় বলে "যেখানে চাষ, সেখানে বাস"। অন্যথায় সর্বনাশ।
স্বীয় অভিজ্ঞতাটি হলো নিজের ৫ বিঘা এক ফসলি জমিতে প্রতি বছর বিআর ৫০/ বিআর ২১ চাষ করে প্রাপ্ত ধান বিক্রি করে কাংখিত লাভ পেয়ে আসছি। ধন্যবাদ।
rashedulrana publisher