Answered 3 years ago
আপনার প্রশ্ন দেখে আমি হাসব না কাঁদব সত্যিই বুঝে পাচ্ছি না।
আপনি বলছেন, আপনার ব্লগের বয়স ১২ দিন। তিন দিন আগে অ্যাডসেস্ন এর অ্যাপলাই করেছেন।মানে আপনি ৯ দিন ব্লগ লেখার পরেই এডসেস্ন এর জন্য অ্যাপলাই করেছেন!
আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এতোটা তাড়াহুড়োর কি সত্যিই খুব প্রয়োজন ছিল? যাইহোক, এটা আপনার ব্যক্তিগত বিষয়।
আমি জানিনা আপনি কটা আর্টিকেল দিয়েছেন আপনার ব্লগে। এডসেস্ন এর জন্য অ্যাপলাই করার আগে কিছু বিষয় জানা উচিত।
1.ওয়েবসাইট এ কমপক্ষে কুড়িটা আর্টিকেল থাকা প্রয়োজন।
2.এর মধ্যে দশটি আর্টিকেল যেন হাজারের উপরে শব্দ থাকে। সব থেকে ভালো হয় দু'হাজার এর উপরে শব্দ থাকলে।
3.আপনার আর্টিকেল গুলো যেন গুগল ইনডেক্স এ দেওয়া থাকে।
4.কম করে এই পাঁচ টি পেজ অবশ্যই ক্রিয়েট করে ইনডেক্স এ দিতে হবে, এডসেস্ন এর জন্য অ্যাপলাই এর আগে—
Trems and conditions.
Privacy policy
Disclaimer
Contact us
About us
5.আমার জানা মতে, ওয়েবসাইট এর বয়স তিন মাস হওয়া উচিত । কমপক্ষে এক মাস ও অপেক্ষা করা উচিত।
6.আর্টিকেলে নতুনত্ব থাকতে হবে। কাউকে কপি করলে হবে না, আর্টিকেল এ যেন নিজস্বতা থাকে।
এগুলো মোটামুটি থাকলে, আপনার ট্রাফিক যাই আসুক না কেন এডসেস্ন পেতে অসুবিধা হয় না।
আমার কথা শুনুন, আপনি আর কিছু আর্টিকেল লিখুন এবং কিছু দিন অপেক্ষা করে পুনরায় অ্যাপলাই করুন।
আপনি আজই একটা পিয়ারা গাছ পুতে কালকেই যদি গাছের গাছে ফলের জন্য পীড়াপীড়ি করেন তাহলে সে গাছ তো দুঃখে মরে যাবে তাই না? বর্তমানে গাছে সার জল দিন, আপনার ভালবাসা পেলে সে গাছ ফল দিতে বাধ্য।
jannatul publisher