Answered 3 years ago
ব্যবসার জন্য ২ লক্ষ টাকা একেবারে কম নয়৷ এই টাকায় আপনি অনেক রকমের ব্যবসা করতে পারবেন। তবে যে ব্যবসাই করেন না কেন, নিজে করবেন। অন্যকাউকে ব্যবসার দায়িত্ব দিবেন না৷ এমনকি নিজের আত্মীয়দের কাউকেও না।
আমি এখানে বেশকিছু ব্যবসার ধারণা দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনি ২ লক্ষ টাকার মধ্যে শুরু করতে পারবেন আর নিজে পরিচালনা করতে পারবেন৷ তবে ব্যবসা যেহেতু আপনি নিজে করবেন, তাই আপনাকে নিশ্চিত হতে হবে কোন কাজটা করতে আপনার ভালো লাগে। আপনার যা ভালো লাগে, আপনি যেটা জানেন সেটাই করবেন৷
কাজে মনযোগ থাকাটা গুরুত্বপূর্ণ, আপনার পছন্দ নয় কিন্তু লাভজনক দেখে কিছু একটা শুরু করলে এতে আপনি সফল হতে পারবেন না। অপছন্দের কাজে মন বসবে না।
২ লক্ষ টাকায় আপনি দুইটা ব্যাটারি চালিত অটো রিক্সা ক্রয় করে ভাড়া দিতে পারেন বা একটা নিজে চালাতে পারেন৷ জেলা শহরের আশেপাশে একটা অটো থেকে প্রতিদিন হাজার টাকার মত উপার্জন করা যায়৷ আর ভাড়া দিলে প্রতি অটো ৪০০টাকার মতো দেয়।
এতে আপনি যদি দুইটা অটো কিনে ভাড়ায় দেন তাহলে প্রতিদিন ৮০০টাকার মতন আয় করতে পারবেন। আর নিজে একটা চালাতে পারলে ১৪০০টাকার মতন৷ এর থেকে প্রতিদিন আপনার শ'খানেক টাকা কারেন্ট বিল লাগবে অটো চার্জ করতে৷
মাঝেমধ্যে টুকটাক মেরামতির প্রয়োজন হতে পারে আর বছর শেষে ব্যাটারি পরিবর্তন করতে ২০হাজার টাকার মতন লাগতে পারে প্রতি অটো।
আপনি থানা পর্যায়ের একটা বাজারে দোকান ভাড়া নিয়ে সেলুন দিতে পারেন। সিকিউরিটি মানি, দোকান ভাড়া, প্রয়োজনীয় আসবাবপত্র আর যন্ত্রপাতি ২ লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। থানা পর্যায়ের বললাম কারণ জেলা শহরে দোকানের সিকিউরিটি মানি আর ভাড়া বেশি লাগে, তখন ২ লক্ষ টাকায় না-ও হতে পা
আপনি নিজে যদি সেলুনের কাজ না-ও জানেন তাও আপনি এই ব্যবসা করতে পারবেন। কাজ জানে এমন দুজন লোক হায়ার করবেন, তাদের মাসিক বেতন দিতে পারেন কিংবা কাজের উপর ভিত্তি করে টাকা দিতে পারেন৷
আর হ্যাঁ, সেলুন দেখতে যত সুন্দর হবে আর কর্মীদের ব্যবহার যত ভালো হবে ততো বেশি টাকা মানুষ দিবে। সাধারণত চুল কাটানোর পর বা সেভ করানোর পর কেউ টাকার ব্যাপারে জিগ্যেস করে না, নিজের ইচ্ছেমতো দিয়ে যায়। এতে যদি তার কাছে সেলুন আর কর্মীদের ব্যবহার পছন্দ হয় তাহলে স্বাভাবিকভাবেই টাকা বেশি দিবে।
২ লক্ষ টাকায় আপনি সেলুনের বদলে মোটরসাইকেল মেরামতির দোকানও দিতে পারেন। এক্ষেত্রেও আপনাকে কাজ না জানলেও চলবে, কাজ জানে এমন কাউকে রেখে দিবেন।
দোকান ভাড়া, সিকিউরিটি মানি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ২ লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। এলাকা ভেদে কিছুটা কমবেশি লাগতে পারে, তবে আপনি ২ লক্ষ টাকার যোগাড় করতে পারলে বাকীটাও পারবেন।
এখানে আপনি মোটরসাইকেল মেরামতির পাশাপাশি পেট্রোল বিক্রি, বিভিন্নরকম পার্টস বিক্রি করতে পারবেন। এমনকি পুরোনো মোটরসাইকেল ক্রয় করে ঠিকঠাক করে বিক্রি করতে পারেন। এটা বেশ লাভজনক, তবে আপনাকে একটু চালাক হতে হবে। তা না হলে কেনা-বেচার গ্যাঁড়াকলে লস করে বসবেন।
২ লক্ষ টাকায় শুরু করা যায় এমন অনেক ব্যবসা আছে যার সবগুলো এখানে লিখে প্রকাশ করা সম্ভব নয়। আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে। আপনাকে আবারও বলছি, অন্যের পরামর্শে কাজ না করে নিজের যা ভালো লাগে তাই করুন।
neoma.howe882 publisher