Answered 2 years ago
এটার মধ্যে ভাল খারাপের কিছু নেই। যারা বিয়ে করছে এটা একান্তই তাদের ব্যাপার। বাঙালীর চিরাচরিত জাজমেন্টাল অ্যাটিটুড এই ধরণের প্রশ্নের না না মেরিট ডি মেরিট নিয়ে অদ্ভুত আলোচনা করে প্রবল আত্মশ্লাঘা বোধ করবে।
ভাল বা খারাপ এটা ডিপেন্ড করবে আপনার অর্থনৈতিক ব্যাকাপ, আপনার বাবা কতটা কঠোর, স্পাউজের বাবা কতটা ক্ষমতাবান, আপনাকে তুলে নিয়ে বানানোর ক্ষমতা রাখেন কিনা, আপনার সঙ্গী অ্যাডভেঞ্চারাস নাকি লুতুপুতু, তার বয়স ১৮, ২২ না ৪১ এসবের উপর।
জেনারেলাইজ করে উত্তর দেওয়া কঠিন। একটা বাস্তব উদাহরণ দিই, আমার প্রথম এক্সের বাপ এরকম ২২-২৪ বছরে কাউকে না জানিয়ে বিয়ে করে গভীর সমুদ্রে পড়ে গিয়েছিলেন। প্রথমে কষ্টে কেটেছে। খুব কষ্টে কেটেছে। এখন অর্থ বিত্ত বৈভব সম্মান, ক্যারিয়ারের সাফল্য, সবই তার ঈর্ষণীয়।
ভাল খারাপ যেমন ভেগ টার্ম, জীবন ও তেমনই পার্সোনালাইজড। ধরা খাবেন না ভাল থাকবেন কেউ জানে না। জাস্ট ডু ইট। ধরা খেলে সংশোধন করা যাবে। দেয়ার্স অলয়েজ এ সেকন্ড চান্স।
abubakkar publisher