২০ হাজারের টাকার মধ্যে মোটামুটি মানের পিসি বানানো যাবে? কোনো জিনিস ব্যবহার করলে ভালো হবে সেই সম্পর্কে ধারণা দেবেন কি?

1 Answers   9.6 K

Answered 3 years ago

প্রসেসর —— ইন্টেল কোর আই- থ্রি 3.30Hz (থার্ড জেন) 4000/=

মাদারবোর্ড —- গিগাবাইট H61M-DS2 6000/=

র‌্যাম —- ট্রানসেন্ড/ এপাসার ৪ জিবি (DDR-3) 1500/=

এসএসডি ——এইচপি/ট্রানসেন্ড 120জিবি 2200/=

HDD—— Tosiba/WD 1 TB 3600/=

কেসিং ——- মিড টাওয়ার (পাওয়ার সহ সাধারণ মানের) 2000/=

সব মিলিয়ে 19,300/= আমার মনে হয় এর সাথে একটি ডিভিডি রম যুক্ত করলে সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট ভাল মানের সিপিউ হবে। আর মনিটর আপনার পছন্দ অনুযায়ী 5000—-70000 এর মধ্যে 18. ‘’ পেয়ে যাবেন।


Riyazul Islam
riyazul.islam
332 Points

Popular Questions