২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে মুসলিম উম্মাহর কী লাভ হয়েছে?

1 Answers   5.4 K

Answered 2 years ago

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় লাভ, বিশ্বকাপ ফুটবল দেখতে কাতারে জড়ো হওয়া হাজারো বিদেশি দর্শকদের সামনে ইসলামের মাহাত্ম্য ও সৌন্দর্য তুলে ধরা হচ্ছে। সেই সাথে ইসলাম ধর্ম সম্পর্কে ‘ভুল’ ধারণা পাল্টে দেওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে।


বিশ্বকাপ ফুটবল চলাকালে পুরা কাতারজুড়েই ইসলাম নিয়ে প্রচার চালানো হচ্ছে। আজানের সুমিষ্ট ধ্বনিতে মুগ্ধ হচ্ছে কাতারের অমুসলিম পর্যটকরা। বিশ্বকাপ দেখতে আসা অমুসলিমরা মসজিদে ভীড় করছেন। আজানের সুর মোবাইলে রেকর্ড করে নিচ্ছেন।


Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions