Answered 2 years ago
২০১০ সালের ইন্টারনেট ব্যবহারের স্মৃতিটা বেশ মজার ছিল আমার কাছে।
তখন আমার শহরে ব্রডব্যান্ড ইন্টানেটের প্রসার লাভ করেনি আর ব্রডব্যান্ড ইন্টারনেটের স্বাদ পেতে গেলে সাইবার ক্যাফে ছাড়া কোনো উপায় ছিল না।
যেহেতু নিজের একটা ডেস্কটপ পিসি আছে তাই ইন্টারনেট ব্যবহারের ইচ্ছাটা আরও একটু বেশি হওয়ার কারণে টাকা জমিয়ে একটা ইউএসবি মডেম কিনে ফেললাম।
এখন বিপত্তি বাঝলো আরও এক জায়গায় কারণ তখন মোবাইল ইন্টারনেট বেশ ব্যয়বহুল। তো খোজ নেয়া শুরু করলাম যে কোন অপারেটর সস্তায় ইন্টারনেট প্যাকেজ দেয় আর খুজেও পেলাম বাংলালিংকের ১৫ দিনের আনলিমিটেড অফার তাও ৩০০ টাকায় তাই খুশি মনে নিয়েও নিলাম।
সময়টা ছিল ফিফা ওয়ার্ল্ডকাপের আর শাকিরার বিখ্যাত ওয়াক্কা ওয়াক্কা গানটা রিলিজ পেলো।
যেহেতু গানটা আগেই কোথাও শুনেছি তাই ভালোলাগা থেকে এইবার নিজেও ইউটিউব থেকে গানটা ডাউনলোড করতে দিলাম, দিয়ে দুপুরের দিকে ঘুমিয়ে উঠে গোসল করে খেয়ে যখন দেখতে আসলাম যে গান ডাউনলোড হইছে কিনা তখনও দেখি ডাউনলোড হয় নাই। প্রায় ৩ ঘন্টা ধরে একটা গান ডাউনলোড করেছিলাম তাও শুধু ৭০ মেগাবাইট এর।
এতো স্লো নেট কেন এই নিয়ে যখন অপারেটরে নালিশ জানালাম তখন তারা বললো যে তাদের নেটওয়ার্ক জিপিআরএস(GPRS) সার্ভিস দেয় তাই আমি যা স্পিড পাচ্ছি এর বেশি সম্ভব না। পরে আরও ভালভাবে জানলাম যে তখন বাংলাদেশে সব অপারেটর জিপিআরএস সার্ভিস দেয় একমাত্র গ্রামীণফোন ছাড়া কারণ তারা এজ(EDGE) সার্ভিস দেয় যা জিপিআরএসের থেকে বেশ দ্রুততর ছিল তাও ২৭/২৮ কেবিপিএস সর্বোচ্চ পাওয়া যেতো।
jannatul publisher