২০০০০ টাকার মধ্যে কোন ফোন কেনা সেরা হবে?

1 Answers   6.7 K

Answered 3 years ago

"২০০০০ টাকার মাঝে কোন ফোন কেনা সেরা হবে" আমি একটি ফোনের কথা না বলে বরং সেরা ৬ টি ফোন নিয়ে কথা বলব। সবশেষে নিজের পার্সোনাল মতামত দিব। এখন কেউ বলবেন ৬ টি বলার দরকার কি? আসলে এই প্রাইস এর মাঝে অনেক ভালো ভালো ফোন আছ, যিনি কিনবেন তিনি যেন সব গুলো জানতে পারেন তাই।


১. Samsung Galaxy A21s (১৬,৯৯০ টাকা)


•স্টোরেজ: ৪ জিবি (Ram) / ৬৪ জিবি (Rom)


•নেটওয়ার্ক: GPRS, EDGE, 3G, 4G(LTE)


•ডিসপ্লে: PLS TFT, 6.5 Inches


•রেজুলেশন: ৭২০*১৬০০ পিক্সেল


•ও এস: অ্যান্ড্রয়েড ১০


•চিপসেট: Exynos 850 (8nm)


•ক্যামেরা: ৪৮+৮+২+২ (পিছনে) ।। ১৩ (সামনে) মেগাপিক্সেল


•ফাস্ট চার্জিং: হ্যাঁ (15W)


•ইউজার রেটিং: ৪.৩/৫ (স্যামসাং এর ভক্ত হলে নিতে পারেন)



২. Motorola One Fusion (১৯,৯০০ টাকা)


•স্টোরেজ: ৪ জিবি (Ram) / ৬৪ জিবি (Rom)


•নেটওয়ার্ক: GPRS, EDGE, 3G, 4G(LTE)


•ডিসপ্লে: IPS LCD, 6.5 Inches


•রেজুলেশন: ৭২০*১৬০০ পিক্সেল


•ও এস: অ্যান্ড্রয়েড ১০


•চিপসেট: Snapdragon 710 (10 nm)


•ক্যামেরা: ৪৮+৮+৫+২ (পিছনে) ।। ৮ (সামনে) মেগাপিক্সেল


•ফাস্ট চার্জিং: নেই


•ইউজার রেটিং: ৪.৯/৫ (ডে টু ডে ব্যবহার এর জন্যে বেস্ট)


৩. Honor 10X Lite (১৯,৯০০ টাকা)


•স্টোরেজ: ৪ জিবি (Ram) / ১২৮ জিবি (Rom)


•নেটওয়ার্ক: GPRS, EDGE, 3G, 4G(LTE)


•ডিসপ্লে: IPS LCD, 6.67 Inches


•রেজুলেশন: ১০৮০*২৪০০ পিক্সেল


•ও এস: অ্যান্ড্রয়েড ১০


•চিপসেট: Unclassified


•ক্যামেরা: ৪৮+৮+২+২ (পিছনে) ।। ৮ (সামনে) মেগাপিক্সেল


•ফাস্ট চার্জিং: হ্যাঁ (15W)


•ইউজার রেটিং: ৪.৭/৫ (নরমাল ব্যবহার এর জন্য)

Monira Khatun
monira404
355 Points

Popular Questions