Answered 3 years ago
Redmi Note 11 অথবা স্যামসাং এর কোনো ফোন কিনুন। ওয়ানপ্লাস ও দেখতে পারেন।
ভুলেও ভিভো, অপ্পো কিনিয়েন না। এদের হার্ডওয়ার আর কম্পনেন্ট খুবই বাজে। ঐ টাকাটা যায় ওদের মার্কেটিং এ। রংচং এর মার্কেটিং বেইস এসব ফোন থেকে দূরে থাকুন।
রেডমি ভালো হার্ডওয়ার দিলেও স্লো বুটলোডার ওয়ালা UI দেয়। UI টাই তাদের আসল বিজনেস। আমি কাস্টম রম দিয়ে এই সমস্যার সাথে ডিল করি।
স্যামসাং টেকসই। লো মিডবাজেটে আগে স্যামসাং ভালো কনফিগারেন দিতো না। এখন রেডমি সমান কনফিগারেশন দেয়। সাথে স্মুথ UI
সবচেয়ে স্মুথ UI ওয়ানপ্লাস এর অক্সিজেন ওএস। তবে ইদানীং কিছু ফোনের কালার ওএস দিচ্ছে। কিন্তু তারপরও এই কালার ওএস ভিভো অপ্পো এর কালার ওএস এর চাইতে ভালো।
ভিভো, অপ্পো, ওয়ানপ্লাস এর আরেক ভাই রিয়েলমি শুরুতে ভালো হার্ডওয়ার দিলেও ওরা ইদানীং মান ভালো দিচ্ছে না।
rahatahmed09 publisher