১ লক্ষ টাকা কী ধরনের ব্যবসায় করলে মোটামুটি আয় করা যাবে?

1 Answers   2.6 K

Answered 3 years ago

একলক্ষ টাকা ব্যাবসার জন্য একেবারে কম টাকা নয়। অনেকে এ চেয়েও কম টাকায় আজকে প্রতিষ্ঠিত। এখন আমাকে বুঝতে হবে এই 1 লাখ টাকা কি আপনি সম্পূর্ন খাটাতে পারবেন নাকি দোকান এর সিকিউরিটি ও ডেকোরেশন এর সাথে যুক্ত। যদি এই দুই হিসাবের বাইরে হয় তাহলে আপনি নিচের ব্যবসা টি করতে পারেন।

ডেনিম প্যান্ট এর ব্যবসা

লোকসমাগম হয় এমন বাজারে বা এলাকায় আপনি একটি প্যান্টের দোকান দিন। যেখানে শুধুই প্যান্ট থাকবে জিন্সের। এটা এমন একটা প্রোডাক্ট যেখানে বিক্রির টেনশন নেই। সারাদিনে দুই তিনটা প্যান্ট বিক্রি করলেও আপনার ভাল ইনকাম হবে। বিভিন্ন কোয়ালিটির প্যান্ট ঢাকা থেকে কিনে নিয়ে আপনার এলাকায় দোকান দিন। এক লক্ষ টাকায় প্রায় সব কোয়ালিটির মিলিয়ে 350 টি প্যান্ট ক্রয় করতে পারবেন। এক দোকানে এত প্যান্ট দেখলে উঠতি বয়সের ছেলেরা খুবই খুশি হয় কারণ প্যান্টের সাইজ, ডিজাইন, কালার এবং প্রাইস প্রায়শই মিলাতে পারে না কারণ বেশিরভাগ দোকানে প্যান্ট এর পরিমাণ থাকে খুবই অল্প।

এটাই হল আপনার জন্য সুযোগ। ব্যবসা মানেই হল আরেক জনের সমস্যা সমাধান করা শুধু টাকা আয় করা না। অন্য সব দোকানে ঘুরে যখন তারা সব কোয়ালিটির প্যান্ট এবং সাইজ মিলাতে পারবেনা তখন আপনার দোকান ই হবে শেষ ভরসা। কারণ অনন্য ব্যবসায়ীরা তাদের টাকা ইনভেস্ট করেছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, আন্ডার ওয়্যার ইত্যাদি বিভিন্ন আইটেমের উপর আর আপনি এক আইটেম এ রাজা হয়ে বসে আছেন। তখন আপনার এলাকায় সবার মুখে উঠে যাবে প্যান্ট কিনলে অমুক দোকানে যাই চল , এখানে না পেলে আর আজকে প্যান্ট কেনা যাবে না।

Kanij Bonne
kanijbonne
539 Points

Popular Questions