১৮ ওয়াট চার্জার দিয়ে ১৫ ওয়াট সাপোর্ট ফোনে চার্জ দিলে সমস্যা কী?

1 Answers   12.1 K

Answered 3 years ago

বর্তমান সময়ে সকাল হতে মাঝরাত অবধি আমরা পুরোপুরিই মোবাইল নির্ভর হয়ে গেছি, মোবাইল ছাড়া এক মূহুর্তও আমাদের চলে না। আর সাধারণ ভাবে একটি মোবাইল ফোন চার্জ হতে অনেক সময় নেয়, ফলে আমরা দীর্ঘসময় ফোন ব্যবহার করতে পারিনা। তাই আমাদের চাহিদার কথা মাথায় রেখে আমাদেরকে বাড়তি সুবিধা দিতে ২০১৩ সালে কোয়ালকম নিয়ে আসে কুইক চার্জিং প্রযুক্তি।


আমাদের প্রত্যাশা পুরুণের জন্য নিয়ে আসা প্রথম কুইক চার্জারটি ছিল ১০ ওয়াটের। আর রাত পোহালেই প্রযুক্তি যত উন্নত হচ্ছে আর চার্জারের ওয়াটও তার সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে, যাক সেদিকে আর না যাই।


আপনার প্রশ্ন ছিল, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ফোনে ২৭ ওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করা যাবে কিনা? জ্বী ভাই আমার মতে যাবে, আমি এখানে কোন সমস্যা দেখছি না।


যুক্তিঃ


ভেবে দেখুন, আপনার চার্জারটা যে সকেটে লাগানো আছে সেখানে কত বেশি কারেন্ট আছে, কিন্তু আপনার চার্জার সেটাকে নিয়ন্ত্রণ করে ফোনে নির্দিষ্ট পরিমান চার্জই পাঠাচ্ছে, এই কাজটা করছে চার্জার। কিন্তু আপনার ফোনটা পুরোপুরি চার্জ হয়ে গেলে ফোন আর চার্জ নেয়না।


কিন্তু তখনো আপনার চার্জারটি সকেটে লাগানো আছে! চার্জার ঠিকই চার্জ ফোনে পাঠাচ্ছে, কিন্তু এখন আর ফোন চার্জ নিচ্ছে না, চার্জ নিতে বাধা দিচ্ছে কে? জ্বী ভাই, আপনি ঠিক ধরেছেন, এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে মোবাইল ডিভাইসে থাকা চার্জ কন্টোলার। (ফোনের চার্জ কন্ট্রোলার প্রযুক্তি এখন অনেক উন্নত। ফোনের ব্যাটারীতে কখন কি পরিমাণ চার্জ পাঠাতে হবে সেটা সে নিজে নিজেই ঠিক করে নেয়, ঠিক এজন্যই দেখে থাকবেন যে, মোবাইল চার্জে লাগালে প্রথম দিকে যতটা দ্রুত চার্জ নেয়, শেষের দিকে অতটা দ্রুত চার্জ নেয় না, ফোনের ব্যাটারীর চার্জ যত বাড়তে থাকে ফোনের চার্জ কন্টোলার তখন ফোনের ব্যাটারীতে চার্জের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে শুরু করে, ফলে শেষের দিকে ফোনে চার্জ খুব ধীরে ধীরে হয়)।


ফোন পুরোপুরি চার্জ হয়ে যাবার পর চার্জার থেকে ফোনে নতুন করে চার্জ আসতে বাধা দেয় মোবাইল ডিভাইসে থাকা চার্জ কন্টোলার। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার ২৭ ওয়াট ফাস্ট চার্জারটি দিয়ে একটা বাটন ফোনও চার্জ দেন সেক্ষেত্রে ও ফোনের কোন ক্ষতি ছাড়াই সাধারণ গতিতেই আপনার ফোনটি চার্জ হবে। ফাস্ট চার্জারে লাগানো সত্ত্বেও ফোনটি তাড়াতাড়ি চার্জ হবে না। কারন আপনার চার্জারটি ফোনকে ২৭ ওয়াটের চার্জই দিতে চাইবে, কিন্তু আপনার ফোনের অভ্যন্তরে থাকা আইসি অতিরিক্ত চার্জকে ব্যাটারীতে প্রবেশে বাধা দিবে। ঠিক এজন্যই দেখবেন, ফাস্ট চার্জিং সাপোর্টেড নয় এমন ফোনকে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দিলেও তা সাধারণ গতিতেই চার্জ নেয়, মোটেও দ্রুত গতিতে চার্জ নেয় না, এটা হল আমার যুক্তি। আর অধিকাংশ ক্ষেত্রেই কোন ফাস্ট চার্জার দিয়ে একটি ফোনকে চার্জে দিলে সেই ফোনটি যদি ফাস্ট চার্জ নিতে না পারে, তবে চার্জার ও সেই অতিরিক্ত চার্জ ফোনটিকে দেয় না। তো, বেশিরভাগ ক্ষেত্রে ফাস্ট চার্জার দিয়ে চার্জ করলে ফোনের কোন সমস্যা হয় না বা হবার কথা নয়।


⚠️⚠️তবে ফাস্ট চার্জার দিয়ে কোন সাধারণ ফোনে চার্জ দেওয়া প্রস্তাবিত নয় এবং মোবাইল ফোন উৎপাদকেরা ও বলে থাকে যে, ফোনের সঙ্গে যে চার্জারটি দেওয়া হয়েছে শুধুমাত্র সেই চার্জারটি দিয়ে ফোন চার্জ করতে। ফোনের সঙ্গে যে চার্জারটি সরবরাহ করা হয় এবং যত ওয়াট এর চার্জারটি আসে, সেটি ব্যবহার করার জন্য এবং সেটি ব্যবহার করাই সর্বোত্তম। ফাস্ট চার্জার দিয়ে সাধারণ ফোনে চার্জ করলে যে ফোনের ব্যাটারি ফেটে যাবে এমনটি খুবই ব্যতিক্রমধর্মী, বিচ্ছিন্ন বা বিরল ঘটনা।


তো আমি আপনাকে যা বলতে চাচ্ছি সেটা হল, আপনার যদি একট ১৮ ওয়াটের চার্জার থেকে থাকে, তবে অবশ্য অবশ্যই আপনি আপনার ১৮ ওয়াটের চার্জারটিই ব্যবহার করুন নিশ্চিন্তে থাকুন। ফোন কোম্পানির সাজেশন মেনে চলুন, আর যদি ১৮ ওয়াটের চার্জার না থাকে তাহলে নতুন চার্জার কেনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, আপনি আপনার কাছে থাকা ২৭ ওয়াট ফাস্ট চার্জারটি দিয়ে চালিয়ে যেতে পারেন। আর যদি আমার কথায় ভরসা না করতে পারেন, তবে ১৮ ওয়াটের একটি নতুন চার্জার কেনাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। কেননা কথায় বলে,


"পরের বুদ্ধিতে বাদশাহ হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও অনেক ভাল"।


তবে যদি নতুন চার্জারও কিনেন, সেক্ষেত্রে ও ছোট ভাইয়ের পরামর্শ হল, একটা ভাল মানের চার্জার কিনবেন।


Moushumi Hamid
Moushumi Hamid
530 Points

Popular Questions