Answered 3 years ago
পর্যায় সারণীর মৌলগুলোর মধ্যে অনেক মৌল রয়েছে যারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। অর্থ্যাৎ অনবরত নিজের নিউক্লিয়াস ভেঙ্গে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ ও তাপশক্তি বিকিরনের মাধ্যমে নতুন নিউক্লিয়াসে পরিণত হয়। বিজ্ঞানের অবদানে বর্তমান বিশ্বে জনপ্রিয় একটি শক্তি পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি উৎপাদনে ইউরিনিয়ামের তেজস্ক্রিয়তা কাজে লাগানো হয়।
পারমাণবিক শক্তি পরমাণুর তেজস্ক্রিয়তা ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া। যখন কোন তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম-২৩৫ কে নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন তেজস্ক্রিয় পদার্থে পারমাণবিওক শৃঙ্খল বিক্রিয়া(nuclear chain reaction) শুরু হয়। এই প্রক্রিয়াকে বলে পারমাণবিক বিযোজন(Nuclear fission)। শৃংখল বিক্রিয়ার ফলে প্রচুর তাপ নির্গত হয়, যা পানিকে ফুটিয়ে বাষ্প উৎপন্ন করে। উদ্ভূত বাস্প বাষ্পীয় টারবাইন চালাতে ব্যবহৃত হয়। ফ্রান্স তাদের শক্তির ৮০% পারমাণবিক চুল্লি থেকে সংগ্রহ করে।
যেখানে এক ইউরেনিয়াম পরমাণু থেকে ফ্রান্স তাদের মোট শক্তির ৮০ ভাগ পায় সেখানে ১১৮ টি মৌল কত ভয়ংকর হতে পারে চিন্তা করতে পারেন! এটি শুধু আপনার নয় অনেকের জীবনের জন্য ভয়ংকর হতে পারে।
emonkhan publisher