১০ ডিসেম্বর থেকে নাকি খালেদা জিয়ার কথায় দেশ চলবে এই কথাটা কেন সত্যি হলো না?

1 Answers   9.9 K

Answered 2 years ago

এটা ছিল একটি পলিটিক্যাল হিউমার। কিছুটা রাজনীতির মাঠ গরম করার একটি কৌশল। বলা যেতে পারে যে আওয়ামী লীগকে ভয় পাইয়ে দেয়ার জন্যই এমনটা বলা হয়েছিল বলে মনে হচ্ছে।

তবে 10 ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথা মত দেশ চলবে, এমন ঘোষণার পর আওয়ামীলীগ ভয় পেয়ে গিয়েছিল বলেই মনে হচ্ছে। কারণ তারা দশ ডিসেম্বরকে ঘিরে জোরেশোরে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের দিয়ে পুরো মাঠ দখলে নিয়েছে। মির্জা ফখরুলের মত একজন সিনিয়র নাগরিককে আটক করেছে। বিএনপির অনেক নেতা কর্মীকে জেলে পুরে দিয়েছে। এত কিছুর পরেও বিএনপি সফলভাবে সমাবেশ করেছে, এটিও বা কম কিসের?

আর গণঅভ্যুত্থান বলে কয়ে হবে বলে মনে হচ্ছে না। কারণ আপনি যদি বলেই দেন যে অমুক দিন গণঅভ্যুত্থান হবে, তাহলে তো ক্ষমতাসীনরা আপনার কৌশল জেনেই গেল। তারা তো আরো বেশি করে পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।

আমার মনে হচ্ছে বিএনপি নিজেও জানত যে ১০ ডিসেম্বরের পর থেকে তারা রাস্তা দখলে নিতে পারবে না। এটি ছিল একটি কথার কথা; একটি ব্যঙ্গাত্মক এবং হাস্যরস কৌতুক।

Nabil Ahmed
nabilahmed
445 Points

Popular Questions