Answered 3 years ago
ছোট আকারের Water Treatment Plant স্থাপন করতে পারেন। এর জন্য আপনার নিজস্ব দুই-তিন জমি থাকতে হবে। কাছে পানির কোন উৎস থাকতে হবে। আর প্রয়োজন কিছু প্রযুক্তিগত জ্ঞান। না থাকলে শিখে নিতে পারবেন। যে এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে, সেখানে কম টাকায় ভালো আপনি বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবেন।
Neha Khatun publisher