Answered 2 years ago
যখন আপনি শিশু ছিলেন তখন যে অনুভূতি নিয়ে জন্মে ছিলেন, অধিকাংশ শিশুর ক্ষেত্রে তাই হয়। যেমন, চোখে চোখ রেখে তারা আপনার কাছে নিরাপত্তা খোঁজে, পিঠটান দিয়ে জানান দেয় তার ডায়াপারটি ভেজা, কান্না করে ক্ষুধা বা ভয় পেলে।
আপনার গায়ের ঘ্রাণ ও বুকের হৃদস্পন্দন শুনে শিশু বুঝতে পারে, আপনি কেমন আছেন। সে অদ্ভূত কিছু শব্দ করবে আপনার মনোযোগ আকর্ষণের জন্য। সবশেষে, যাকে পছন্দ একটি মুচকি হাসি দিয়ে বলবে, i love you. যার বোঝার ক্ষমতা আছে সে ঠিকই বুঝে নেয়। ধন্যবাদ।
Shilpi publisher