Answered 3 years ago
ইথিক্যাল হ্যাকিং বলতে আমরা যেটা বুঝে থাকি তা হলো - কোন একটা সিস্টেমে আক্রমণ করে সেটার দুর্বলতা খুঁজে বের করা। এটা সাইবার সিকিউরিটি এর একটা অংশ বা বিভাগ। সাইবার সিকিউরিটি এর আরও অনেক বিভাগ আছে। সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ার জন্য আমি বাকি গুলাও সামান্য উল্লেখ করছি এখানে, এতে করে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
১. ইথিক্যাল হ্যাকিং: সাধারণত কোন নেটওয়ার্ক বা ডিভাইসে আক্রমণ করে নিরাপত্তা পরীক্ষা করার কাজ খুব বেশি দেখা যায় না।
- তবে কিভাবে নিরাপদ নেটওয়ার্ক সেটাপ দেয়া যায়, এই ধরণের চাকরির সুযোগ আছে। সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক রিলেটেড সার্টিফিকেট থাকলে কাজে দেবে (যেমন ccna routing & switching, microtik )
- ওয়েব এপ্লিকেশন, মোবাইল এপ্লিকেশন এর সিকিউরিটি পরীক্ষার চাহিদা তৈরী হচ্ছে ধীরে ধীরে। আপনার অভিজ্ঞতা থাকলে ভালো স্যালারিতে জব পাওয়ার সম্ভাবনা আছে।
- ফ্রিল্যান্সিং > সিকিউরিটিতে ফ্রিল্যান্সিং এর ভালো একটা ফিল্ড আছে। গতানুগতিক জব করতে না চাইলেও ফ্রিল্যান্সিং সাইটে নিয়মিত কাজ পাবেন। সুপরিচিত ফ্রিল্যান্সিং সাইট যেমন - fiverr, freelancer, upwork এর মতো সাইটে গিয়ে penetration testing লিখে সার্চ দিতে পারেন। এছাড়াও সুদুমাত্র সিকিউরিটি এর কাজ পাবেন এমন কতগুলো সাইটের লিংক দিচ্ছি নিচে:
firozahmed publisher