হ্যাকিং-এর জন্য কোন কোডিং জানার প্রয়োজন হয়?

1 Answers   10.1 K

Answered 3 years ago

অবশ্যই, প্রোগ্রামিং হ্যাকারদের অন্যতম প্রধান স্কিলগুলোর একটি।

সাধারনত যেকোন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজই জেনারেল হ্যাকিং শেখার জন্য যথেষ্ট। প্রোগ্রামার এবং হ্যাকারদের মাঝে পার্থক্য হলো, প্রোগ্রামাররা কম্পিউটারের "expected behavior" ম্যানিপুলেট করে তাদের কর্ম সম্পাদন করে আর হ্যাকাররা চেষ্টা করে "unexpected/consequential scenario (aka vulnerability)" অ্যানালাইজ করে যা হওয়া উচিত নয় তা করার। দুই ক্ষেত্রেই এডভান্স লেভেলের প্রোগ্রামিং স্কিলের প্রয়োজন হয়।

ভালো হ্যাকারদের প্রোগ্রামিং এর পাশাপাশি নেটওয়ার্কিং, ক্রিপ্টোগ্রাফি, ডাটা সিকিউরিটি, এমনকি অ্যাডভান্স ম্যাথমেটিক্সসহ ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান রাখতে হয়।


Fensi Nahar
fensinahar
312 Points

Popular Questions