Answered 3 years ago
হ্যাকারদের ভিতর দুইটি ভাগ আছে (কারও কারও মতে)
১. কোডার: এরা মূলত হ্যাকিং এর টেকনিক গুলো এপ্লাই করে। আগে থেকে বানানো টুলস, ডিভাইসের উপযুক্ত ব্যবহার করে।
২. মেকার: এরা আসলে বিভিন্ন হ্যাকার টুলস বা ডিভাইস তৈরী করে থাকে। কোন হ্যাকিং এর প্রয়োজন অনুসারে বিশেষ ধরণের টুলস বা ডিভাইস তৈরীর কাজ মূলত এরাই সবটা করে।
( বহুল আলোচিত এডওয়ার্ড স্নোডেন এই টুলস মেকারের ভালো উদাহরণ। বিস্তারিত জানতে চাইলে উনাকে নিয়ে নির্মিত মুভিটি দেখতে পারেন)
তবে দক্ষ সিকিউরিটি এক্সপার্ট এই দুই ধরণের কাজেই অভিজ্ঞ থাকে। প্রয়োজন পড়লে ছোটখাট টুলস একা একাই বানাতে পারে।
কিভাবে টুলস বানাবেন ?
এটার আগে জিজ্ঞেস করুন, কেন বানাবেন ? কম্পিউটারের কাজ ই হলো repetative কাজ বা দ্রুত কাজ গুলো করে দেয়া, যা একজন মানুষ করতে গেলে - একঘেয়েমি আসতে পারে বা ধীরে হতে পারে।
টুলস ব্যবহারের উদ্দেশ্য হলো আমাদের কাজে গতি এনে দেয়া। একটা কিছুর নিরাপত্তা পরীক্ষা করতে গিয়ে বারবার একই কাজ করার চেয়ে সেই দায়িত্ব কম্পিউটারকে দেয়া, যাতে সে দ্রুত কাজ সম্পন্ন করে দেয়।
যা যা লাগবে:
imtiyazahmed publisher