হ্যাকাররা কিভাবে কোনও ফোনের কোনও একটি তথ্যের মাধ্যমে সম্পূর্ণ ফোনের তথ্যগুলি নিয়ে নেয়? আসল হ্যাকার (Black hat hacker) চিনবো কিভাবে?

1 Answers   11.8 K

Answered 3 years ago

সাধারনত হ্যাকাররা আপনার ফোনকে কন্ট্রোল করে ম্যালওয়ার ধারা। অথবা হ্যাকারদের তৈরি করা কোনো apk ফাইল আপনার ফোনে ইনস্টল করে দেয় এবং যার মাধ্যমে রিভার্স ইঞ্জিনীরিং পদ্ধতিতে আপনার ফোনের সকল তথ্য হ্যাকারের কাছে চলে যায়। আমি হ্যাকিং জগতে নতুন তাই 1 থেকে এডভান্স পদ্ধতিগুলোর আমি এখনো আয়ত্ত করতে পারিনি।

তার জন্য হয়তো আমি এখন বলতে পারতেছি না এবং এর জন্য আমি দুঃখিত।

কে ইথিক্যাল হ্যাকার এটা হয়তো সহজে বুঝা যায়। কিন্তু কে গ্রে হ্যাট আর ব্ল্যাক হেট এটা তখনই বুঝা যায় যখন তাদের কাজটি সম্পন্ন হয়। এবং কাজের উপর ভিত্তি করে তাদেরকে বলা যায় তারা কোন ক্যাটাগরির হ্যাকার।


Rofik Ahmed
rofiqahmed
301 Points

Popular Questions