হোয়াটসঅ্যাপ বাংলাদেশে তেমন জনপ্রিয় হয়নি কেন?

1 Answers   11.2 K

Answered 3 years ago

শুধু হোয়াটসঅ্যাপ নয়। আরো অনেক কিছুই জনপ্রিয় হতে পারে নি বাংলাদেশে ফেইসবুকের কারণে। ভালো করে ভেবে দেখুন ফেইসবুক একই সাথে সব ধরণের সোস্যাল মিডিয়ার সুবিধা গুলো দেবার চেষ্টা করে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ এই একটা সোস্যাল মিডিয়া নিয়ে খুশি থাকতে পছন্দ করে। এমনকি অনেকেই নিউজ পোর্টালে না গিয়ে ফেইসবুক পেইজ থেকে নিউজ সংগ্রহে ব্যাস্ত।

তবে আমি এই বিষয়টির ঘোর বিরোধী বলতে পারেন। কেননা ফেইসবুক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে নৈতিক দিক দিয়ে। কিছুটা বাধা ধরা এখানে থাকা প্রয়োজন।

তাছাড়া ফেইসবুক এ্যাপ বা ওয়েব দুটোই খুব ভাড়ি হয়েছে এত্ত ফিচারের কারণে।

সেজন্যে কিন্তু অনেকেই আমার মত হোয়াটসঅ্যাপ ব্যাবহারে আগ্রহী। :)


Irin Islam
Irin Islam
564 Points

Popular Questions