Answered 2 years ago
হোয়াট্সঅ্যাপ এর কোনো বাংলা অর্থ নেই, কারণ ইংরেজী ভাষায় এমন কোনো শব্দ নেই। ইংরেজী ভাষার শব্দ হলো what’s up? তার অর্থ, আর কি খবর? বা কি চলছে? বা কেমন আছেন?
এই ভাবার্থ নিয়ে যেই এ্যাপ তৈরী হয়েছে, তাকে নাম দেওয়া হয়েছে, হোয়াট্সঅ্যাপ। তাই বাংলার সেই একই অর্থ এর উপর প্রযোজ্য হবে।
Maruf Alam publisher