Answered 3 years ago
বিশ্বব্যাপী 200 কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মাত্র 55 জন কর্মী পুরো হোয়াটসএপ কে নিয়ন্ত্রণ করে।
বিশ্বব্যাপী বারটি দেশে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ। এরমধ্যে চীন ও উত্তর কোরিয়া অন্যতম।
প্রতিদিন অন্তত 10 লক্ষ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু করে।
একজন ব্যবহারকারী প্রতিদিন গড়ে 23 বার হোয়াটসঅ্যাপ চালু করেন।
শুরুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং ফিচারটি ছিল না কিন্তু পরে তা যুক্ত হয়। ভারতের মানুষেরা সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভিডিও কল করে।
হোয়াটসঅ্যাপ এর প্রতিষ্ঠাতা ব্রায়ান একশন ফেসবুকে চাকরির জন্য আবেদন করেছিলেন কিন্তু ফেসবুক তাকে চাকরি দিতে প্রত্যাখান করে। পরবর্তীতে তিনি হোয়াটস অ্যাপ তৈরি করেন। অথচ সেই ফেসবুকই 2015 সালে 19 বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপটা কিনে নেয়।
হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের কোন মেসেজ সংরক্ষণ করেন না। ম্যাসেজ ডেলিভারি হওয়ার পর তারা সেটিকে সার্ভার থেকে ডিলিট করে দেন।
2015 সালে হোয়াটসঅ্যাপ 100 কোটি ডাউনলোড অতিক্রম করে কিন্তু সেই সময় হোয়াটসঅ্যাপ টিমে মাত্র পাঁচজন কাজ করতো।
শুরুতে হোয়াটস অ্যাপ ব্যবহার করার জন্য ব্যবহারকারীদেরকে বাৎসরিক কিছু ফি পরিশোধ করতে হতো কিন্তু এখন এটি বিনামূল্যে ব্যবহার করা যায়।
হোয়াটসঅ্যাপ যে পরিমাণ অর্থ আয় করেছে তা বিশ্বের কয়েকটি দেশের জিডিপির থেকেও বেশি।
renukarenu publisher