হোমিওপ্যাথির নাক্স ভোমিকা 30 ঔষধটি দুই মাস খাওয়া কি নিরাপদ?
0
0
1 Answers
12.7 K
0
Answered
2 years ago
হোমিও এমনিতে খুব লঘু মাত্রার ওষুধ । তাই এক টানা দুই মাস এই ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। খেলেও সেটা তৈরির সময়ে আরও লঘু করে দেওয়া যেতে পারে। ১০ মিলি জলে দুই ফোটা ওষুধ যোগ করুন আর তাতে একটু স্পিরিট মেশাতে হবে। সেবন মাত্রা ৬-৭ ফোটা করে দিনে দুই বার।
এমনিতে ওষুধ বেশি সেবন করলে তা শরীরে বিরূপ প্রতিক্রিয়া করে না। তবে এতটা দীর্ঘ সময় খেলে যদি বিরূপ প্রতিক্রিয়া ডাক্তারের নজরে আসে তবে তা নিস্ক্রিয় করতে তেতুল জল খেতে হতে পারে।
imonrana publisher