Answered 3 years ago
USএ সবচেয়ে ভাল হল Airbnb, তারপর TripAdvisor, Hotels, Expedia, booking এবং kayak. ডটকমটা বললাম না, নিজেরা বসিয়ে নেবেন
তবে সবচয়ে ভাল হল, যদি আপনার ট্র্যাভেল ক্রেডিট কার্ড থাকে, Chase বা Amex ভাল।
যদি ভারতের পরিপ্রেক্ষিতে বলি, আমি MakeMyTripকে বেশি বিশ্বাস করি, Goibiboর পরিসেবাও ভাল।
তবে সবচেয়ে ভাল উপায় হচ্ছে TripAdvisor জায়গা এবং তারিখ দিয়ে হোটেল খুঁজুন, সেখানে বিভিন্ন সাইটের দাম একজায়গায় পাওয়া যায়।
যে সাইটে ভাল দাম পাবেন, নিয়ে নেবেন। ওপরের সারির যে কোন সাইট মানে makemytip, cleartrip, Expedia, Agoda, Goibibo সবগুলোই সুরক্ষিত, অন্তত বুকিং করলে ঘর পাওয়া এবং সুরক্ষিতভাবে পয়সা লেনদেনের ক্ষেত্রে।
নেবার আগে:
ঘরে কি কি সুবিধা পাচ্ছেন, মানে ধরে নিন ঘরের মাপ, সুযোগসুবিধা, প্রাতরাশ দেখে নিন। অনেকসময় দামের তফাত সুযোগসুবিধার জন্যে হতে পারে।
চেক-ইন চেক-আউটের সময় দেখে নিন।
অবশ্যই দেখুন হোটেলের রেটিং এবং কতগুলি রিভিউ আছে সেটা। আমি অন্তত ১০০টি রিভিউ এবং তাতে ৫চে ৪ বা ১০এ ৮ এর কম রেটিং পাওয়া হোটেল নিই না।
হোটেলএর রেটিং এবং স্টার গুলিয়ে ফেলবেন না। হতেই পারে ৩ স্টার হোটেলের রেটিং ৫ আর ২ স্টারের রেটিং ৯।
এইভাবেই সম্প্রতি একটি ৩ শহরের ট্রিপ মেরে এলাম, হোটেলগুলি ভগবানের আশীর্বাদে ভালই পেয়েছিলাম।
jannatul publisher