হুয়াওয়েকে নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন কেন?

1 Answers   7 K

Answered 3 years ago

চায়না বেইসড এই কোম্পানির কাছ থেকে অধিকাংশ দেশের টেলিফোন কোম্পানি গুলো টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি কিনে।

নিজের কোম্পানির প্রোডাকশন চায়নাতে হওয়াতে একই জিনিস কম দামে বাজারে নিয়ে আসতে পারে।

চায়নাতে আইফোন বর্জন করা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। চায়নাতে তৈরি হওয়া পশ্চিমের অন্যান্য পণ্যের উৎপাদন খরচ যে বেড়ে যাবে না,তা কে বলতে পারে?!

হুয়াওয়ে আরও আগে থেকে নিজেদের অপারেটিং সফটওয়্যার ডেভেলপ করছে যাতে অন্য কারও উপর নির্ভর করতে না হয়।

কোম্পানির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে।

অন্যান্য কোম্পানির চেয়ে ৫জি প্রযুক্তিতে সবচেয়ে বেশি হুয়াওয়েই এগিয়ে আছে।

Anaf Khan
anafkhan
406 Points

Popular Questions