হিটলার কি সত্যিই একজন খারাপ মানুষ ছিলেন নাকি এর পেছনে কোনো চক্রান্ত ছিলো?

1 Answers   12.3 K

Answered 3 years ago

চক্রান্ত মানে ? হিটলারকে তো ভিলেন বানিয়েছে ব্রিটিশ আর ফরাসিরা। তাদের জন্য জার্মানি একটা হুমকির কারন। তাই তারা যত সম্ভব জার্মানির ইতিহাসকে বিকৃত করে। তারা জার্মানিকে এমনভাবে ধরাশয়ী করেছে যে জার্মানরা আজও বিশ্ব রাজনীতিতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না।

আপনি জানেন হিটলার না থাকলে কী হতো ? হিটলার না থাকলে আজও আমাদের ব্রিটিশদের দাসত্বগিরী করতে হতো। বাংলা এবং ভারতবর্ষ আজও ব্রিটিশ সম্রাজ্যের উপনিবেশ হিসেবে থাকতো।

এবং যদি পরবর্তি কালে ভারত স্বাধীন হয়েও জেত, তাহলে কাহিনী হতো আরও করুণ। এই যে আফ্রিকাকে দেখছেন তো। তারা কেন এইরকম গরীব জানেন ? টিভিতে প্রায়েই দেখায়, বাচ্চাগুলো অন্নের অভাবে মরছে। শুকিয়ে তাদের পাঁজরের হাড় বেরিয়ে আছে। তাদের কেন এই অবস্থা জানেন? কারন ফ্রান্স প্রতিবছর তাদের জাতীয় আয়ের একটা বড় অংশ তথাকথিত উন্নায়নের নামে নিজ দেশে পাচার করে।

এখন হিটলার মহাশয় যদি পোল্যান্ড আক্রমন না করে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সুচনা না করতেন। তাহলে ব্রিটিশদের উপনিবেশবাদের পাল ভাঙত না। তাহলে হয়ত আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে পারতাম না। আর যদি স্বাধীন হয়েও যেতাম, তাহলে আমাদের অবস্থা হতো আফ্রিকানদের মতো। অন্নের অভাবে দেশে ঘন ঘন দুর্ভিক্ষ হতো।

হিটলার ইউরোপে যে ধংসাজজ্ঞ ঘটিয়েছিলেন, তাতে বিশ্বে ইউরোপীয়দের দাপট কমে যায়। তাদের অত্যাচারের স্টিম রোলারে তালা লাগে। তাই সে এত খারাপ।

সে ইউরোপীয় রাক্ষস গুলার জন্য ছিল অভিশাপ। কিন্তু আমাদের ভারতীয়দের জন্য সে ছিল আশীর্বাদ।

Sinjon Khan
sinjonkhan
517 Points

Popular Questions